ফরিদপুরের সালথায় গরীব জনসাধারণকে স্বাস্থ্য সচেনতামূলক প্রশিক্ষণ কার্যক্রম ২০১৮-১৯ শুরু হয়েছে।
রবিবার (২৩ জুন)দুপুর ১২টায় অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলে এ প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাবিবুর রহমান হামিদ, সাধারণ সম্পাদক ফারুক- উজ্জামান ফকির মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বার, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুবলীগের সহসভাপতি শওকত হোসেন মুকুল।