Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাতাসে লুঙ্গী উঠে যাওয়ায় পায়ুপথে বায়ু ঢুকিয়ে হত্যা!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ জুন ২০১৯, ০৯:৫৮ PM
আপডেট: ২৩ জুন ২০১৯, ০৯:৫৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ময়মনসিংহের নেত্রকোনায় শফিকুল ইসলাম (৩৩) নামের এক চাতাল শ্রমিককে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে রনি নামে অপর এক শ্রমিকের বিরুদ্ধে।

রবিবার (২৩ জুন) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিকুলের মৃত্যু হয়।

নিহত শফিকুল ইসলাম সদর উপজেলার বাঘড়া গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। অপরদিকে রনি বৌলাম গ্রামের মৃত আব্দুল মন্নাছের ছেলে। তারা দু’জনই পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম এলাকায় লাল মিয়ার মালিকানাধীন শাহ সুলতান অটো রাইস মিলে শ্রমিকের কাজ করতেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার (২২ জুন) সন্ধ্যায় শফিকুল কাজ শেষে ওই মিলের একটি পানির কলে ঝুঁকে হাত-মুখ ধোয়ার সময় বাতাসে তার লুঙ্গি উপরে উঠে যায়। এ সময় রনি চাতাল কলের হাওয়ার মেশিনের একটি নল শফিকুলের পায়ুপথে ঢুকিয়ে দেন। এতে শফিকুলের পেটের ভেতরে বাতাস ঢুকে তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরবর্তীতে স্থানীয়রা শফিকুলকে উদ্ধার করে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শফিকুল মারা যান।

এ বিষয়ে পূর্বধলা থানার আওতাধীন শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে রবিবার বিকেলে শফিকুলের বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

Bootstrap Image Preview