নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়কে যানজট নিরসনের লক্ষ্যে আজ রবিবার অবৈধ ও নাম্বারপ্লেট ছাড়া মটর সাইকেলের বিরুদ্ধে অভিযান চালিয়েছে নরসিংদী জেলা প্রশাসকের সমন্বয়ে বিআরটিএ কর্তৃপক্ষ।
বিআরটিএর কর্মকর্তা জানান, সকাল ১০টায় পুলিশ লাইন্স এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই অভিযান পরিচালনা করেন ম্যাজিষ্ট্রেট মেহেদী হাসান কাউছার।
অভিযানকালে মটরযান পরিদর্শক মোঃ সাখাওয়াত হোসেন বলেন, বিভিন্ন দূর্ঘটনার একমাত্র কারণই হল দুই চাকার যানবাহন ও প্রতিটি শোরুমের কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়া পর্যন্ত সড়কে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা থাকলেও কিছু যুবক বেপরোয়াভাবে মটরসাইকেলগুলো চালাচ্ছে।
তিনি আরও বলেন, দক্ষ চালক তৈরী করাই আমাদের এই বিশেষ অভিযান। এছাড়া ইজিবাইক, অটোরিকশা এবং ফিটনেসবিহীন অবৈধ গাড়ি, চালকদের ড্রাইভিং লাইসেন্স ছাড়া এই মহাসড়কেই যানবাহন চলতে দেওয়া হবে না।
অভিযানকালে ১০টি গাড়ির কাগজপত্র যাচাই করা হয়। কাগজপত্রে অসংগতি থাকায় তাদের যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। মটর যান আইনে ১০ টি চালককে বিভিন্ন ধারায় জরিমানা ধরা হয়। এতে ৬৯০০ টাকা রাজস্ব আদায় হয়েছে।