ফরিদপুরের জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়ার পদোন্নতিজনিত বদলি উপলক্ষে বিভিন্ন কলেজের আয়োজনে ‘কথামালা’ নামক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২২ জুন) সকাল ১১ টায় জেলা প্রশাসকের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠবিদ্যাপীঠ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ ও লেখক প্রফেসর মোশাররফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদায়ী জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর সুলতান মাহমুদ হীরক, সরকারি ইয়াছিন কলেজের অধ্যক্ষ প্রফেসর শিলা রানীসহ ফরিদপুর সিটি কলেজের অধ্যক্ষ, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন কলেজের অধ্যক্ষ, সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।