Bootstrap Image Preview
ঢাকা, ১০ বৃহস্পতিবার, জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিংড়ায় অস্ত্রসহ হত্যা মামলার আসামি আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ জুন ২০১৯, ০১:১৭ PM
আপডেট: ২২ জুন ২০১৯, ০১:১৭ PM

bdmorning Image Preview


নাটোরের সিংড়া উপজেলায় একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও ২০০ পিস ইয়াবাসহ হত্যা মামলার এক আসামিকে আটক করেছে পুলিশ। তার নাম মাসুদ রানা (২৭)।

শনিবার ভোরে উপজেলার কৈগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি একই গ্রামের আবদুল খালেকের ছেলে।

সিংড়া থানা সূত্রে জানা যায়, অস্ত্র কেনা বেচার খবর পেয়ে সিংড়া থানার একদল পুলিশ শনিবার ভোরে উপজেলার কৈগ্রামের একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে মাসুদ রানা ওরফে রাঙ্গা নামে ওই যুবককে আটক করে।

জিজ্ঞাসাবাদে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, চারটি গুলি ও ২০০টি ইয়াবা ট্যাবলেট, চাইনিজ কুড়াল ও কার্টারি উদ্ধার করে। তাকে সিংড়া থানায় নিয়ে আসা হয়েছে।

পরিদর্শক নেয়ামুল আলম জানান, আটক মাসুদ রানার বিরুদ্ধে সিংড়া, নন্দিগ্রাম ও চারঘাট থানায় হত্যা, ডাকাতি ও মাদক দ্রব্যের একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview