কিশোরগঞ্জের ভৈরবে আদালতের রায় ঘোষণার সাত বছর পর ৩ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তারা প্রত্যেকেই ৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত।
বৃহস্পতিবার (২০ জুন) গভীর রাতে পৌর শহরের চন্ডিবের এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাজাপ্রাপ্ত আসামিরা হলো- চন্ডিবের এলাকার তাহের মিয়ার ছেলে আনার মিয়া (৪৭), ফারুক মিয়ার স্ত্রী জমাতন বেগম (৩৬) ও ওমর আলীর ছেলে কামাল মিয়া (৩৭)।
পুলিশ সূত্রে জানা যায়, তাদের বিরুদ্ধে ২০১২ সালে আশুগঞ্জ থানায় একটি মামলা হলে ঐ মামলায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালত প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড দেন। আদালতে রায়ের দিন থেকে বৃহস্পতিবার (২০ জুন) পর্যন্ত তারা পলাতক ছিল।
দীর্ঘ ৭ বছর পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২০ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২১ জুন) সকালে তিনজনকে কিশোরগঞ্জ জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
ভৈরব থানার উপ-পরিদর্শক মতিউজ্জামান তাদের গ্রেফতারের কথা স্বীকার করেছেন।