Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই, গ্রেফতার ২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview


নড়াইলের চন্ডি কুমার ঘোষ নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জুন) গভির রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার কাঠাধুরা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আশরাফুল টিটু ও নড়াইলের লোহাগড়া উপজেলার তেলকাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে ইমরুল মল্লিক।

এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম বলেন, ১৭ জুন দুপুরে চন্ডি সোনালী ব্যাংক নড়াইলের মহাজন বাজার শাখা থেকে টাকা তুলে বাড়িতে ফিরছিলেন। পথে নড়াইলের লুটিয়ার খাজুরতলায় পোঁছালে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় চন্ডি কুমার ঘোষকে নড়াইলের লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার গভির রাতে নড়াইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Bootstrap Image Preview