Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মার্কিন ড্রোনের আকাশ সীমা লঙ্ঘনের ‘অকাট্য’ প্রমাণ রয়েছে: ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২১ জুন ২০১৯, ০২:২২ PM
আপডেট: ২১ জুন ২০১৯, ০২:২২ PM

bdmorning Image Preview


ইরান শুক্রবার বলেছে, যুক্তরাষ্ট্রের যে ড্রোন বিমানটি তারা গুলি করে ভূপাতিত করেছে সেটি তাদের আকাশসীমা যে লঙ্ঘন করেছে তার ‘অকাট্য’ প্রমাণ রয়েছে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সুইস রাষ্ট্রদূত মারকাস লেইটনারকে এসব কথা বলেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিবৃতিতে এসব তথ্য বলা হয়েছে।

আরাকচি সুইস রাষ্ট্রদূতকে বলেন, ভূপাতিত ড্রোনের কিছু অংশ তারা তাদের জলসীমা থেকে উদ্ধার করেছে।

এছাড়া তিনি পুনরায় বলেন, ইরান কোন যুদ্ধে যেতে চায় না। তবে তিনি বলেন, ইরানে কেউ আগ্রাসন চালালে ইরান তার জবাব দিতে দ্বিধা বোধ করবে না।

এদিকে মার্কিন ড্রোন গুলি করে ভূপাতিত করায় ইরানে সামরিক হামলার অনুমতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা চালানো হবে এমন প্রস্তুতির শেষ মুহূর্তে সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি। নিউইয়র্ক টাইমসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

Bootstrap Image Preview