Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাষ্ট্রীয় অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহারের স্বীকারোক্তি নেতানিয়াহুর স্ত্রীর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ০১:২৮ PM
আপডেট: ১৮ জুন ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview


রাষ্ট্রীয় তহবিলের অর্থ ব্যক্তিগত ভূরিভোজে ব্যবহার করার দায় স্বীকার করে নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেইয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু। তহবিল জালিয়াতি ও বিশ্বাসযোগ্যতা লঙ্ঘনের অভিযোগে রোববার দেশটির আদালত তাকে ১৫ হাজার মার্কিন ডলার জরিমানা করে।

২০১৮ সালের জুনে তার বিরুদ্ধে রাষ্ট্রীয় অর্থ অপব্যয়ের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। বলা হয়, প্রধানমন্ত্রীর বাসভবনে পূর্ণকালীন বাবুর্চি থাকা সত্ত্বেও কোন বাবুর্চি নেই এটি দেখিয়ে তিনি দামী রেঁস্তোরা থেকে খাবার এনেছেন, যার মোট ব্যয় ১ লাখ মার্কিন ডলার।

সারার অ্যাটর্নি জেনারেল ইয়োশি কোহেন বলেন, ‘এই মামলা তার স্বামীর মর্যাদা ক্ষুণœ করার অভিপ্রায় ছাড়া আর কিছুই নয়। তার মক্কেল ইতোমধ্যেই মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছেন।’

সারার বিরুদ্ধে বিরুদ্ধে কর্মচারীদের সঙ্গে খারাপ আচরণেরও অভিযোগ ছিলো। সাবেক এক গৃহকর্মীকে হয়রানির অভিযোগে ২০১৬ সালে আদালত তাকে ৪৭ হাজার ডলার ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়। অন্যদিকে তার স্বামী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জালিয়াতি, দুর্নীতি এবং বিশ্বাসভঙ্গের অভিযোগ রয়েছে। সম্পাদনা : আসিফুজ্জামান পৃথিল

Bootstrap Image Preview