Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রিয়াদকে ‘অশিষ্ট’ আচরণ পরিহারের আহ্বান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ জুন ২০১৯, ১০:২৬ AM
আপডেট: ১৮ জুন ২০১৯, ১০:২৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত


ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি তার দেশের বিরুদ্ধে সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সর্বশেষ অভিযোগকে রিয়াদের অতীতের অশিষ্ট আচরণের ধারাবাহিকতা বলে উল্লেখ করেছেন।

তিনি বলেছেন, এ ধরনের বক্তব্য দেয়ার মাধ্যমে সৌদি আরবের ভুল নীতির কারণে মধ্যপ্রাচ্যে যেসব সমস্যা তৈরি হয়েছে তা থেকে জনমতকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছেন বিন সালমান।

সৌদি যুবরাজ সম্প্রতি কোনো দলিল-প্রমাণ উপস্থাপন ছাড়াই ওমান সাগরে দু’টি তেল ট্যাংকারে রহস্যজনক হামলার জন্য ইরানকে দায়ী করেন। আমেরিকার পক্ষ থেকে প্রথম এই অভিযোগ উত্থাপিত হওয়ার পরপরই তেহরান কঠোর ভাষায় তা নাকচ করে দিয়েছে।

আব্বাস মুসাভি আরো বলেন, সৌদি সরকার মধ্যপ্রাচ্যের ঘটনাবলী সঠিকভাবে উপলব্ধি করতে ব্যর্থ হয়ে সংকট সৃষ্টি ও সমরসজ্জা করার মাধ্যমে আমেরিকার পকেটে হাজার হাজার কোটি ডলার অর্থ ঢেলে দিচ্ছে।

সৌদি আরব যে ভুল নীতি গ্রহণ করেছে তার ফলে এ অঞ্চলে যুদ্ধ ও সহিংসতা ছাড়া অন্য কোনো ফল বয়ে আসবে না বলে উল্লেখ করে রিয়াদকে এ নীতি পরিহার করার আহ্বান জানান আব্বাস মুসাভি। তিনি সংলাপ ও আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যে আস্থা সৃষ্টি করার জন্যও আলে সৌদ সরকারের প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সৌদি সরকার তার নীতিতে পরিবর্তন আনলে তেহরান অবশ্যই তাকে স্বাগত জানাবে।

Bootstrap Image Preview