Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মা মোবাইল কেড়ে নেয়ায় মেয়ের আত্মহত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ জুন ২০১৯, ১০:৪৫ PM
আপডেট: ১৭ জুন ২০১৯, ১০:৪৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর কদমতলী থানাধীন শনির আখড়া পলাশপুরে মালেশিয়া প্রবাসীর মেয়ে ইমা আক্তার (১৭) নামে এক ছাত্রী ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সোমবার (১৭জুন) সন্ধ্যা ৬টায় পলাশপুর ২নং গলির ১০ তলা ভবনের ৯ তালা নিজ ফ্ল্যাটে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। পরে অচেতন অবস্থায় নিহতের মা সেলিনা ইসলাম তাকে উদ্ধার করে পৌঁনে আটটায় ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মা সেলিনা আক্তার জানান, মোবাইলে বেশি বেশি কথা বলতো মেয়ে। সোমবার সকালে আমার মোবাইল দিয়ে সে কথা বলাতে আমি সকালে তার হাত থেকে মোবাইল নিয়ে আটকে রেখেছিলাম। পরে সে সারা দিন ঠিকমতো খাওয়া-দাওয়া করেনি। মোবাইল কেরে নেওয়ায় অভিমান করে সন্ধ্যায় দরজা বন্ধ করে ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল ক্যাম্পের পুলিশ পরিদর্শক মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

নিহত মাদারীপুর জেলার কালকিনি থানার সস্তাল গ্রামের মালয়েশিয়া প্রবাসী নজরুল ইসলামের মেয়ে।

Bootstrap Image Preview