Bootstrap Image Preview
ঢাকা, ০৯ বুধবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন, নকলা থানার ওসি প্রত্যাহার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ জুন ২০১৯, ০৩:২৩ PM
আপডেট: ১৫ জুন ২০১৯, ০৩:২৩ PM

bdmorning Image Preview


শেরপুরে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতনের ঘটনার পর কর্তব্যে অবহেলার অভিযোগে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদরদপ্তর। আগামী ১৮ জুন নকলা উপজেলা নির্বাচনের পর তাকে প্রত্যাহার করা হবে।

আজ শনিবার জেলা পুলিশের গঠিত তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আমিনুল ইসলাম প্রত্যাহারের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে একই ঘটনায় নকলা থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুককে প্রত্যাহার করে শেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

উল্লেখ্য, গত ১০ মে শেরপুরে নকলার কায়দা গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ডলি খানম নামে এক অন্তঃসত্ত্বা  গৃহবধূকে গাছে বেঁধে বর্বরোচিত নির্যাতন করা হয়। একই সময়ে গৃহবধূর গর্ভের সন্তান নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে।

নকলা থানা পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করলেও কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার এক মাস পর গত ১১ জুন নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হলে তোলপাড় শুরু হয়।

Bootstrap Image Preview