Bootstrap Image Preview
ঢাকা, ০৯ মঙ্গলবার, সেপ্টেম্বার ২০২৫ | ২৫ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

এবারের বৃষ্টিভেজা বিশ্বকাপ নিয়ে অমিতাভের রসিকতা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০৮:৩২ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০৯:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এবারের বিশ্বকাপে একের পর এক ম্যাচ পরিত্যাক্ত হচ্ছে বৃষ্টির কারণে। এ ধারাবাহিকতা বজায় রেখেই যেনো ভারত বনাম নিউজিল্যান্ড মধ্যকার ১৩ জুনের খেলাটিও পরিত্যাক্ত হয়েছে।

অপরদিকে বিশ্বকাপের মতো এত বড় আসরে একের পর এক ম্যাচ পরিত্যাক্ত হওয়াতে ক্রমশ হতাশ হয়ে পড়ছেন ক্রিকেট ভক্তরা। এরই মধ্যে আবার চারদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রসিকতাও।

বৃহস্পতিবার (১৩ জুন) ভারত-নিউজিল্যান্ডের মতো হাইভোল্টেজ ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যাক্ত হওয়াতে সেই রসিকতা পেয়েছে নতুন মাত্রা। এবার বড় বড় তারকারাও বিষয়টি নিয়ে শুরু রসিকতা করেছেন।

তার জের ধরে বলিউড কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনও হাসির ছলে যেন কিছুটা ক্ষোভ ঝাড়লেন। তিনি রসিকতা করে জানতে চেয়েছেন বৃষ্টির বাগড়ায় খুব একটা ম্যাচ হচ্ছে না।

এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিগ বি লিখেছেন, ‘টুর্নামেন্টটি ভারতে সরিয়ে আনা হোক।

কারো কারো মতে ভারতে তীব্র দাবদাহের ইঙ্গিত দিয়ে এভাবেই মজা করেছেন এই অভিনেতা। আবার অনেকেই মনে করছেন আইসিসির উপর বিরক্ত হয়েই এ ধরণের মন্তব্য করেছেন এই কিংবদন্তি।

Bootstrap Image Preview