Bootstrap Image Preview
ঢাকা, ১৫ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইংরেজি দূরে থাক, বাংলাই আয়ত্ত করতে পারছে না শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ জুন ২০১৯, ০৭:৩৭ PM
আপডেট: ১৪ জুন ২০১৯, ০৭:৩৭ PM

bdmorning Image Preview
সংগৃহীত


মানসম্মত শিক্ষা অর্জনের কথা বলছি, তা অর্জনের চেষ্টা করছি। তবে এর আগে শিক্ষার মানটা কি, তা কেমন এসব আমাদের চিন্তা করে নিতে হবে বলে এক মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘মাধ্যমিক পর্যায়ের শিখন শেখানো কার্যক্রমে ই-লার্নিংয়ের ব্যবহার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচনাকালে এ মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, নানা জরিপে দেখা যাচ্ছে ইংরেজি দূরে থাক নিজভাষা বাংলাটাই আমাদের শিক্ষার্থীরা আয়ত্ত করতে পারছে না। তাই, পৃথিবীতে টিকে থাকতে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটিসহ সব বিষয়ে ন্যূনতম প্রয়োজনীয় জ্ঞান সম্বলিত শিক্ষা শিক্ষার্থীদের দিতে হবে।

তার সাথে শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতার মতো বিভিন্ন ‘সফট স্কিলস্’ বা মানবিক দক্ষতায় দক্ষ করে তুলতে হবে। টেকসই পদ্ধতিতে স্বল্প খরচে এ শিক্ষা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে হবে।

Bootstrap Image Preview