সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অপহরণের তিনদিন পর বুধবার সকালে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত আবুল মিয়া তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউপির চাঁদপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় শক্তিয়ারখলা গ্রামের জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
নিহতের ভাই জামাল মিয়া জানান, আমার ভাই আবুল মিয়া ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। সোমবার রাতে তাহিরপুর উপজেলার বাজার থেকে যাত্রী নিয়ে বিশ্বম্ভপুর উপজেলার শক্তিয়ারখলা বাজারে যান।
পরে ওই গ্রামের কয়েকজন লোক ফোনে জানান যে, তারা আমার ভাইকে অপহরণ করেছে। কি কারণে অপহরণ করেছে তা বলেনি। পরে রাতেই আমিসহ কয়েকজন সে গ্রামে গেলে অপহরণকারীরা বলে আপনার ভাই পালিয়ে গেছে। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে খুঁজেও আমার ভাইকে আর পাইনি।
অ্যাডিশনাল এসপি (সার্কেল) জয়নাল আবেদিন বলেন, খবর পেয়ে শক্তিয়ারখলা গ্রামের একটি ডোবা থেকে ভাসমান মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।