Bootstrap Image Preview
ঢাকা, ০১ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ১৭ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেশে প্রথমবারের মতো ‘স্বর্ণ মেলা’, এক হাজার টাকায় বৈধ করা যাবে অবৈধ সোনা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ জুন ২০১৯, ০৯:৩৪ PM
আপডেট: ১১ জুন ২০১৯, ০৯:৩৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


প্রথমবারের মতো দেশে শুরু হতে যাচ্ছে ‘স্বর্ণ মেলা’। তিনদিনের এই মেলায় অবৈধ সোনা বৈধ করার সুযোগ পাবেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস)সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, ২৩, ২৪ ও ২৫ জুন রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই মেলা অনুষ্ঠিত হবে।

মেলায় ভরিপ্রতি এক হাজার টাকা দিয়ে চোরাচালানের সোনাও বৈধ করা যাবে।

তিনি বলেন, ‘ দীর্ঘদিনের চেষ্টার ফলে আমরা সোনা ব্যবসার স্বীকৃতি পাচ্ছি। এ জন্য আমরা ‘স্বর্ণ মেলা’ করার সিদ্ধান্ত নিয়েছি। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমাদের সহযোগিতা করছে। দেশে বছরে সোনার চাহিদা ৩০ থেকে ৪০ টন। অথচ বৈধপথে সোনা আমদানি একেবারেই হয়নি। ফলে অবৈধ পথে আনা সোনা দিয়েই এই চাহিদা পূরণ হয়ে থাকে।’

অবৈধ সোনা বৈধ করার সুযোগ দিয়ে গত ২৮ মে প্রজ্ঞাপন জারি করে এনবিআর। সেই প্রজ্ঞাপনে বলা হয়, প্রতি ভরি সোনা ও সোনার অলঙ্কারে এক হাজার টাকা, প্রতি ক্যারেট কাট ও পোলিশড ডায়মন্ডে ছয় হাজার টাকা এবং প্রতি ভরি রুপায় ৫০ টাকা আয়কর দিতে হবে। এই সুযোগ ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

Bootstrap Image Preview