সাভারের আশুলিয়ায় ডাকাতদের দুই গ্রুপের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তির নাম আবদুল আলীম ওরফে গেদু রাজ। সে আশুলিয়ার শ্রীপুর এলাকার বাসিন্দা।
সোমবার (১০ জুব) দিবাগত রাত ২টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার মরাগাঙ্গ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ডাকাতদের দুই দলের মধ্যে গোলাগুলি হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর সেখানে মৃত অবস্থায় গুলিবিদ্ধ এক ডাকাতকে উদ্ধার করা হয়। পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, ‘ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আশুলিয়াসহ কয়েকটি থানায় গণধর্ষণ, ডাকাতি ও হত্যাসহ একাধিক মামলা রয়েছে।’