Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ওসি মোয়াজ্জেমকে খুঁজে বের করতে কারও কোনও গাফিলতি নেই : কাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ জুন ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ১০ জুন ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত


ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাতক মোয়াজ্জেম হোসেনের বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পালিয়ে গেলে ধরা তো কঠিন। সময় লাগে। তবে সরকার এ ব্যাপারে সিরিয়াস। কোনো শৈথিল্য দেখানো হবে না।’

সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে ঈদপরবর্তী মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন।

ওসি মোয়াজ্জেমকে খুঁজে বের করতে কারও কোনও গাফিলতি নেই বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুবই কঠোর। এক্ষেত্রে কারও শৈথিল্য দেখানোর সুযোগ নাই।’

এ সময় আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এবারের ঈদ যাত্রা ছিল স্বস্তিদায়ক। তবে সড়ক দুর্ঘটনা ছিল উদ্বেগজনক। এবার দুর্ঘটনার হার কম হলেও মৃত্যুর হার ছিল বেশি।

তিনি বলেন, এসব দুর্ঘটনার জন্য দায়ী নসিমন-করিমনের মতো ছোট যানবাহন। দুর্ঘটনা রোধে মহাসড়কে এ ধরনের ছোট যান নিয়ন্ত্রণে বিকল্প চিন্তা করা হচ্ছে।

অতিরিক্ত ভাড়া আদায় হয়েছে স্বীকার করে মন্ত্রী বলেন, যে সব পরিবহন বেশি ভাড়া আদায় করেছে, তাদের মামলা দিয়ে সতর্ক করা হয়েছে।

বিএনপির সংসদে যাওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আওয়ামী সাধারণ সম্পাদক বলেন, সংসদে যাওয়া নিয়ে বিএনপির স্ববিরোধিতা রয়েছে।

Bootstrap Image Preview