গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতি ইউনিয়নে সরকারি ত্রাণের চালসহ আজিজুল হক শিকদার নামে এক ব্যবসায়ীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরান হোসেন বাদী হয়ে সদর থানায় সাতজনকে আসামি করে একটি মামলা করেছেন। সদর উপজেলা এসি ল্যান্ড ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, মাঝিগাতি বাজারের একটি দোকান থেকে সরকারি ত্রাণের চাল পাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহাবুবুল আলম অভিযান চালিয়ে ওই দোকান থেকে ২৪ ‘শ ৩০ কেজি ত্রাণের চালসহ আজিজুল হককে আটক করেন।
গ্রেপ্তারকৃত ওই ব্যবসায়ী ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেছে যে, তিনি ৪ জন ইউপি মেম্বার-এর কাছ থেকে এসব চাল কিনেছেন। দোকানটি সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজিজুল হক শিকদার মাঝিগাতি ইউনিয়নের আব্দুর রহমান শিকদারের ছেলে।