অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইরানি হস্তক্ষেপ বন্ধে মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহীম আল আসাফ।
শুক্রবার (২৪ মে) ওআইসির পূর্ণাঙ্গ সম্মেলনের আগে জমায়েত ছিল একটি প্রস্তুতিমূলক বৈঠক। এর আগে উপসাগরীয় সহযোগিতা সংস্থার প্রতিনিধিদের স্বাগত জানিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। মক্কায় আসন্ন বৈঠকগুলোতে আরব দেশগুলো ও ওআইসির সদস্যরা অংশ নেবে।
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্র মন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, ইয়েমেনে হুতি বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে তেহরান। এটাই প্রমাণ করে তারা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে। এটা এমন এক বিষয়, মুসলিম দেশগুলোর তা প্রত্যাখ্যান করা উচিত।
বিশ্ব তেল সরবরাহ হুমকিতে ফেলতে সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর পাশাপাশি সিরিয়ায় জাতিসংঘের মধ্যস্থতায় একটা রাজনৈতিক সমাধান চাচ্ছে সৌদি আরব।
আরব নিউজের খবরে বলা হয়েছে, চলতি সপ্তাহে পবিত্র মক্কা নগরিতে তিনটি সম্মেলন অনুষ্ঠিত হবে। আরব ও মুসলিম বিশ্বের কল্যাণে এসব বৈঠক যাতে সফল হয়, সেজন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন বাদশাহ সালমান।