Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৫ | ১১ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ছেলের ছুরিকাঘাতে বিএনপি নেতার মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ০৫:৫৪ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ০৫:৫৪ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বগুড়ার নন্দীগ্রামে ছেলের উপর্যুপরি ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৫০) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় বাবার ছুরিকাঘাতে আহত হয়েছেন ঘাতক ছেলে রনি আহম্মেদ (২৮)। নিহত আনোয়ার হোসেন পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ছিলেন।

বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে পৌর এলাকার পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে টাকা পয়সার হিসাব-নিকাশকে কেন্দ্র করে বাবা-ছেলের বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে আনোয়ার হোসেন তার ছেলে রনিকে হিউম্যান হলার (চার চাকার যানবাহন লেগুনা) কিনে দেন। রনি নিজেই হিউম্যান হলার চালাতেন। কিন্তু বেশ কিছুদিন যাবৎ রনি গাড়ির আয় ব্যয়ের কোনো টাকা তার বাবাকে দেয়নি। এমনকি লাভ-লোকসানের বিষয়েও বাবাকে কিছু জানায়নি। এ নিয়ে আনোয়ার হোসেন ও তার ছেলে রনির মধ্যে বিরোধ চলছিল গত কয়েকদিন ধরে।

বৃহস্পতিবার টাকার হিসাব নিয়ে বাড়িতে বাবা-ছেলের মধ্যে ঝগড়া শুরু হয়। ঝগড়ার একপর্যায়ে ছেলে রনি তার বাবা আনোয়ার হোসেনের পেটে ছুরিকাঘাত করে। এসময় ছুরিকাহত অবস্থায় আনোয়ার হোসেন ছুরি কেড়ে নিয়ে ছেলে রনিকে আঘাত করেন। রনি আবারও ওই ছুরি কেড়ে নিয়ে বাবা আনোয়ার হোসেনের পেটে উপর্যুপরি আঘাত করতে থাকে।

এসময় প্রতিবেশীরা ঘটনা জানতে পেরে বাবা ও ছেলেকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে বাবা আনোয়ার হোসেন মারা যান।

ছুরিকাহত ছেলে রনির অবস্থাও আশঙ্কজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবির বলেন, ছেলের ছুরিকাঘাতে বাবা খুন হয়েছেন। তবে কী কারণে খুনের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

Bootstrap Image Preview