Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া কোনো শান্তিচুক্তি নয়’

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মে ২০১৯, ১২:২৮ PM
আপডেট: ৩০ মে ২০১৯, ১২:২৮ PM

bdmorning Image Preview


একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া যেকোনো শান্তিচুক্তি প্রত্যাখ্যান করবে তুরস্ক ও জর্ডান। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এর চেয়ারম্যান হিসেবে তুরস্ক ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় কোনো প্রচেষ্টাই দেখছে না বলে বুধবার সৌদির আরবের জেদ্দায় সংস্থাটির বৈঠকে মন্তব্য করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।

মেভলুত কাভুসোগলু বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে ঐক্যবদ্ধ শক্তি গড়ে তোলা ও ওআইসি এর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত প্রয়োজন। এটি এমন একটি দায়িত্ব যা প্রথমে আমাদের সামরিক বাহিনীর ওপর বর্তায়। জেরুজালেম রক্ষায় ওআইসি এর সদস্য রাষ্ট্রগুলোকে আবারো অঙ্গীকার করতে হবে। এবং এর সম্মানহানীর ব্যাপারে অন্যদের সাবধান করতে হবে।

তিনি আরো বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া কোনো শান্তিচুক্তি ওআইসি এর সদস্য রাষ্ট্রগুলো মেনে নেবে না বলে আমরা বিশ্বাস করি।’

জর্ডান জানায়, ইসরায়েল-ফিলিস্তিন শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে বুধবার দেশটি সফর করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও উপদেষ্টা জারেড কুশনার। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে তাকে জানানো হয়েছে। দুটি স্বাধীন রাষ্ট্র ছাড়া এ অঞ্চলে কোনোভাবে স্থায়ী ও টেকসই শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে না বলে কুশনারের বৈঠকে মন্তব্য করেন দেশটির বাদশা দ্বিতীয় আব্দুল্লাহ।’

Bootstrap Image Preview