নিষেধাজ্ঞা আরোপের দুই বছর পর প্রথমবারের মতো সৌদি আরবে জেদ্দা বিমানবন্দরে অবতরণ করেছে কাতারের রাজ পরিবারের একটি বিমান।
বুধবার (২৯ মে) কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, উপসাগরীয় অঞ্চলে সঙ্কট শুরুর পর প্রথমবারের মতো কাতারের একটি বিমান জেদ্দা বিমানবন্দরে অবতরণ করল।
প্রসঙ্গত, মুসলিম ব্রাদারহুড, ইসলামিক স্টেটসহ বেশকিছু জঙ্গি সংগঠনকে সমর্থন ও অর্থায়নের অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি নেতৃত্বাধীন জোট।
মিসর, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সৌদি আরব থেকে কাতারের নাগরিকদের বের করে দিয়ে এবং কাতার থেকে নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিয়ে সীমান্ত, স্থলবন্দর ও আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। তবে বরাবরই সেই অভিযোগ নাকচ করে দিয়ে আসছে দোহা।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুই বছর পর সৌদি আরবের পক্ষ থেকে কাতারের আমির শেখ তামিম বিন হামিদ আল থানি আমন্ত্রণ পান। সৌদি বাদশাহর আমন্ত্রণে তিনি সে দেশে গেছেন।
এর আগে গত রবিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, সৌদি বাদশাহ কাতারের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন।
সৌদি আরবের পক্ষ থেকে এমন এক সময় কাতারের আমিরকে আমন্ত্রণ জানানো হলো, যখন ইরানের সঙ্গে উত্তেজনা চরমে উঠেছে। যদিও সৌদি বরাবরই বলে আসছে, তারা যুদ্ধ চায় না। তবে তাদের ওপর হামলা হলে, সমুচিত জবাব দেওয়া হবে।