Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৫ | ১১ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নকল কসমেটিক্স ব্যবহারের অভিযোগে বিডি বাজেট বিউটি বন্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৭:৪৭ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৭:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান পরিচালনাকালে স্টিকার বিহীন ও নকল বিদেশি পণ্য ব্যবহার করার অভিযোগে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের বিডি বাজেট বিউটি কসমেটিক্স কে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

বুধবার (২৯ মে) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অভিযান পরিচালনা করার সময় প্রতিষ্ঠানটিকে সাময়িক ভাবে বন্ধ ঘোষণা করেন ।

এ বিষয়ে মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, বিবিবি কসমেটিক্স নামি প্রতিষ্ঠান হয়েও লাগেজ পার্টির মাধ্যমে বা অবৈধ পন্থায় আনা বিভিন্ন বিদেশি সামগ্রী ব্যবহার করছে। ব্যবহৃত এসকল পণ্যের গায়ে আমদানীকারকের কোনো সীল বা স্টিকার যুক্ত নেই।

এসময় তিনি আরো বলেন, স্টিকার বা সীল না থাকায় ব্যবহৃত এসকল পণ্য আসল নাকি কেরানীগঞ্জ বা জিঞ্জিরায় তৈরী নকল পণ্য সেটার কোনো নিশ্চয়তা নেই। এর আগেও এসকল কারণে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছিলো।

এছাড়াও পূর্বে জরিমানা করার পরও পুনরায় একই ধরণের কাজ করার কারণ জানতে চাইলে কোনো সঠিক উত্তর দিতে পারেনি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লোকজন।

পরবর্তীতে অধিদফতরের পক্ষ থেকে ব্যবহৃত এসকল পণ্যের যাবতীয় কাগজ দেখাতে বলা হয়েছে। কাগজপত্র দেখার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

এ বিষ‌য়ে বিবিবি কসমেটিক্স এর মা‌লিক নাঈমা রহমান অরকা বলেন, আমাদের প্রায় ৯৯ শতাংশ প‌ণ্যের আমদা‌নিকারকের স্টিকার আছে। কিন্তু কিছু কিছু ছোট প‌ণ্যের স্টিকার ছিল না। স্টিকার লাগানো হ‌চ্ছে।

অধিদফতরের পক্ষ থে‌কে বলা হয়েছে স্টিকার ছাড়া পণ্য প্রদর্শন করা যাবে না। এছাড়া আমাদের কাগজপত্র দেখ‌তে চেয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৩০ মে) সকা‌লে তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র দেখা‌ব।

Bootstrap Image Preview