বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইন্সটিটিউট (বিএসটিআই) থেকে এবার ছাড়পত্র পেতে যাচ্ছে প্রাণ কারি পাউডার ও প্রাণ হলুদ গুঁড়া।
বুধবার (২৯ মে) বিএসটিআই থেকে নিষিদ্ধ ৫২ পণ্যের মধ্য থেকে এই দু’টি পণ্যকেও ছাড়পত্র দেয়ার খবর জানানো হয়। পুনরায় মাণ-নির্ণয়ের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আসছে এ ধরণের সবুজ সংকেত।
এ বিষয়ে বিএসটিআই এর উপ-পরিচালক রিয়াজুল হক বলেন, পুনরায় পরীক্ষা শেষে অন্যান্য পণ্যের সাথে এ দু’টি পণ্যেরও গুণগত মাণ নিশ্চিত করেছে বিএসটিআই। ফলে দ্রুতই তুলে নেয়া হবে তাদের উপরের নিষেধাজ্ঞা।
এছাড়াও বিএসটিআই এর পরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী বলেন, অকৃতকার্য ৫২ পণ্যের মধ্যে পুনরায় মান পরীক্ষায় যেসব পণ্য উত্তীর্ণ হয়েছে তাদের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হবে। এর বিস্তারিত প্রতিবেদন ও আদালতে উপস্থাপণ করা হবে।
প্রসঙ্গত, গত ২৩ মে উচ্চ আদালত থেকে নিম্ন মানের কাঁচামাল ব্যবহার করায় এবং পণ্যে ভেজাল থাকায় ৫২টি পণ্যের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এর মধ্যে ৯টির লাইসেন্স বাতিল এবং ৪৭টি পণ্যের লাইসেন্স স্থগিত রাখা হয়েছিলো।
তবে তাদের ভুল সংশোধন করতে পারলে এবং বিএসটিআই থেকে পুনরায় মান পরীক্ষার মাধ্যমে ছাড়পত্র পেলে তবেই পুনরায় বাজারজাত করতে পারবে।
সেদিক থেকেই ইতোমধ্যে এসিআই এর লবণ এবং নিউজি ল্যান্ড ডেইরির ডুডল নুডলসও ছাড়পত্র পেয়েছে।