Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিয়ার জঙ্গিগোষ্ঠী আইএসের সুড়ঙ্গপথ আবিষ্কার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৩:৩৮ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৩:৩৮ PM

bdmorning Image Preview


সিরিয়ার হামাপ্রদেশে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠী আইএসের ব্যবহার করা দীর্ঘ একটি সুড়ঙ্গপথের সন্ধান পেয়েছে দেশটির সামরিক বাহিনী।

হামাপ্রদেশে সেনারা পরিচ্ছন্ন অভিযান চালাতে গিয়ে এ সুড়ঙ্গপথের সন্ধান পান। খবর সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানার।

সেনাসদস্যরা কাদাত আল-মাদিক শহরে অভিযান পরিচালনার সময় ২০ মিটার গভীর ও ৫০ মিটার দীর্ঘ সুড়ঙ্গপথটির সন্ধান পান। সেখানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ লুকানো ছিল।

এ সুড়ঙ্গপথের সঙ্গে যুক্ত রয়েছে একটি কারাগার, যাতে বেশ কয়েকটি কক্ষ রয়েছে। ধারণা করা হচ্ছে, এসব কক্ষে উগ্র সন্ত্রাসীরা বেসামরিক লোকজনকে ধরে নির্যাতন ও হত্যা করত। এ ছাড়া এই সুড়ঙ্গপথের মধ্যে শীর্ষ পর্যায়ের সন্ত্রাসীদের কমান্ড সেন্টারও রয়েছে।

এদিকে ব্যাপক সংঘর্ষের পর হামাপ্রদেশের কাফর নাবুদাহ শহরে সরকারি সেনারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। সেখানে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী আন-নুসরা বা ফতেহ আশ-শামকে নির্মূল করতে সক্ষম হয় সামরিক বাহিনী।

Bootstrap Image Preview