Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ইয়েমেনে সৌদি জোটের বোমাবর্ষণ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ০৩:১৬ PM
আপডেট: ২৯ মে ২০১৯, ০৩:১৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইয়েমেনে বোমা হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। সানার উত্তরাঞ্চলীয় আদ-দোলাইমি বিমান ঘাঁটি লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

বুধবার (২৯মে) ভোরে আগ্রাসী জোটের জঙ্গিবিমান থেকে রাজধানী সানায় বোমা ফেলা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তবে ইয়েমেনের সশস্ত্র বাহিনী এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির বিস্তারিত বিবরণ প্রকাশ করে নি। গত চার বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে।

সৌদির আক্রমণে দেশটির অসংখ্য স্থাপনা, অবকাঠামো, ঘর-বাড়ি, হাসপাতাল, স্কুল এবং কল-কারখানা ধ্বংস হয়ে গেছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বর্তমানে ২কোটির বেশি ইয়েমেনি চরম খাদ্য সংকটে ভুগছে। এছাড়া দেশটির ৮৪ লাখ মানুষ চরম দারিদ্র ঝুঁকিতে রয়েছে।

এছাড়া হুথি আনসারুল্লাহ আন্দোলন অফিস সম্প্রতি এক তথ্য জানায়, সৌদির আগ্রাসনে গত চার বছরে ইয়েমেনের প্রায় ১০২৪টি মসজিদ আংশিক ও পুরোপুরি ধ্বংস হয়েছে। এছাড়া এতে ধ্বংস হয়েছে অসংখ্য কোরআন শরীফ।

Bootstrap Image Preview