Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পবিত্র কাবায় ইতেকাফ করছেন সৌদি বাদশাহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মে ২০১৯, ১০:৩৯ AM
আপডেট: ২৯ মে ২০১৯, ১০:৩৯ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ রমজানের শেষ দশ দিনে পবিত্র কাবা শরিফে ইতেকাফ করছেন। রমজান মাসের শেষ দশ দিন মসজিদুল হারামে অতিবাহিত করবেন তিনি। 

জানা যায়, হারাম শরিফে বিভিন্ন দেশ থেকে আগত প্রায় ৫০ হাজার মুসল্লি এ বছর ইতেকাফে বসেছেন। বাদশাহ সালমান কাবাঘরের পাশেই রাজপরিবারের জন্য সংরক্ষিত শাহী মহল আস সফায় অবস্থান করছেন।

ইতেকাফের উদ্দেশ্যে সৌদি বাদশাহ আস সফায় পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান যুবরাজ ফয়সাল বিন তুরকি বিন আব্দুল্লাহ, বাদশাহর উপদেষ্টা ও মক্কার গভর্নর যুবরাজ খালেদ ফয়সাল, যুবরাজ মোহম্মাদ বিন নাওয়াফ বিন আব্দুল আজিজ, যুবরাজ বদর বিন সুলতান বিন আব্দুল আজিজ, মক্কার সেক্রেটারি ডক্টরেট যুবরাজ ফয়সাল বিন মুহম্মদ বিন ওয়াকিল এবং মানবাধিকারবিষয়ক সহযোগী যুবরাজ সউদ বিন সালমান বিন আব্দুল আজিজ।

এ সময় সৌদি বাদশাহ হারামাইনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ অভ্যর্থনা সভায় বাদশাহর উপদেষ্টা পরিষদের প্রধান এবং উলামা কাউন্সিলের সভাপতি ড. সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমায়েদ, হারামাইন শরিফাইনের প্রধান শায়খ আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আস সুদাইস, উলামা কাউন্সিলের আরেক প্রধান ড. সাদ বিন নাসের আশ শাছরি, মক্কার পুলিশপ্রধান জেনারেল আইদুল উতাইবিসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Bootstrap Image Preview