Bootstrap Image Preview
ঢাকা, ২৩ শনিবার, আগষ্ট ২০২৫ | ৮ ভাদ্র ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পানির পাইপে আটকা শিশুকে বাঁচালো দঃসাহসী কিশোর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০১৯, ০৩:৩০ PM
আপডেট: ২৮ মে ২০১৯, ০৩:৩০ PM

bdmorning Image Preview


সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কোর পার্কে পানির পাইপে পড়ে যায় একটি শিশু। ছোট্ট মেয়েটি বিকেল বেলা খেলতে খেলতে ঢাকনা খোলা পানির একটি পাইপে পড়ে গেলে সেখানে জড়ো হয়ে যায় উপস্থিত লোকজন। কিন্তু পানির পাইপটি ছিল পিচ্ছিল। তাই সেখানে নেমে বাচ্চা মেয়েটিকে উদ্ধার করতে পারছিলেন না কেউই। 

এমন সময় ওই পার্কে খেলতে যাওয়া ১২ বছরের এক কিশোর এগিয়ে আসে। নাটকীয় ভঙ্গিতে পাইপে মধ্যে পড়ে যাওয়া বাচ্চা মেয়েটিকে উদ্ধার করে।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হচ্ছে, ওই কিশোরের পা বেল্ট দিয়ে ধরে রাখেন সেখানে উপস্থিত জনতা। আর ওই বালক পাইপ বেয়ে নেমে জীবন বাঁচায় ছোট্ট মেয়েটির।

ওই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সেই বালককে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। 

Bootstrap Image Preview