পাকিস্তানে এক হিন্দু ধর্মাবলম্বী পশু চিকিৎসকের বিরুদ্ধে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ আনা হয়েছে। এই ঘটনার পর দেশটির বিভিন্ন সড়কে টায়ারে আগুন দিয়ে বিক্ষোভ করেছে অনেক মানুষ। এ সময় হিন্দু মালিকানাধীন দোকানপাটে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
সোমবার (২৭ মে) রমেশ কুমার নামের ওই পশু চিকিৎসকে নেওয়া হয়েছে পুলিশ হেফাজতে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন জানা যায়, রমেশ কুমার বিরুদ্ধে অভিযোগ হলো তিনি পবিত্র ধর্মগ্রন্থের পাতা ছিড়ে ওষুধের মোড়া হিসেবে ব্যবহার করেছেন।
এর ঘটনায় দেশটির সিন্ধু প্রদেশের এক মসজিদের হেড ক্লার্ক মৌলভি ইসহাক নোহরি ব্লাসফেমি আইনে (ধর্ম অবমাননা) একটি অভিযোগ দায়ের করেন রমেশ কুমারের বিরুদ্ধে।
পাকিস্তানে এ ধরনের কর্মকাণ্ডের শাস্তি হলো তিন মাস থেকে যাবজ্জীবন কারাদণ্ড।
বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন, পাকিস্তানে ১৯৮৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ব্লাসফেমি আইনে প্রায় ১৫০০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। দেশটির সিন্ধু ও করাচি প্রদেশে অনেক হিন্দু ধর্মাবলম্বীদের বাস।