ইসরায়েলে যদি তিনদিনের মধ্যে সরকার গঠিত না হয়, তবে সংসদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন আয়োজন করতে একটি বিল উত্থাপন করেছেন দেশটির মন্ত্রীরা।
রবিবার (২৬ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।
দেশটির ক্ষমতাসীন দল লিকুদ পার্টির সংসদ সদস্য এবং হাউজ কমিটির চেয়ারম্যান মিকি জোহার টুইটারে বিলটির খসড়া পোস্ট করেন।
জোহার দেশটির গণমাধ্যম চ্যানেল টুয়েলভ’কে বলেন, লিকুদ পার্টির মন্ত্রীদের এক সভায় সংসদ ভেঙে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়।
তুরস্কের গণমাধ্যমটি জানায়, আগামী বুধবার চূড়ান্ত ভোটাভুটি হবে। কারণ এদিন জোট গঠনের সময়সীমা শেষ হয়ে যাবে।