ইসরায়েলি বাহিনীকে সঙ্গে নিয়ে ইসরায়েলের অধিবাসীদের একটি গোষ্ঠী সোমবার আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করেছে। পবিত্র রমজান মাসে দু সপ্তাহের মধ্যে ইসরেয়েলিরা তৃতীয়বারের মতো এখানে তাণ্ডব চালিয়েছে।
এর আগে, গত সপ্তাহে ইসরায়েলি সামরিক বাহিনী শুধুমাত্র মুসল্লিদের বিরক্ত ও ভীতি প্রদর্শন করতে মসজিদ দু'বার আক্রমণ চালিয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা এবং ডানপন্থী ইহুদি চরমপন্থী ধর্মীয় গোষ্ঠীগুলো আল-আকসা মসজিদ কম্পাউন্ডে আক্রমনের সংখ্যা ও তীব্রতা বাড়িয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর পূর্ণ সমর্থন নিয়েই এই হামলা চালানো হচ্ছে।
এই ডানপন্থী ইহুদি চরমপন্থী গোষ্ঠীগুলোর অভিপ্রায় হলো-মসজিদটিকে ভেঙে ফেলে এই জায়গায় একটি ইহুদি মন্দির স্থাপন করা।
সোমবার ওই মসজিদে আক্রমনে কয়েক ডজন ইসরায়েলি ডানপন্থীর সঙ্গে ইসরায়েলের বিশেষ বাহিনীর ৩০ জন সেনা অংশ নিয়েছে। এই সেনারা মসজিদটির বিভিন্ন অংশে নিজেদের অবস্থান নেয় যাতে ইসরায়েলি ডানপন্থীরা নামাজ পড়তে আসা মুসল্লিদের মসজিদ ত্যাগে বাধ্য করতে পারে।
ডানপন্থী দলটি আগামী ২ জুন পুনরায় মসজিদে ফিরে আসার অঙ্গীকার করেছে। তারা ওইদিন মসজিদে তাদের পরবর্তী আক্রমণ চালানোর পরিকল্পনা করেছে। কারণ ২ জুন 'জেরুজালেম দিবস' নামে পরিচিত।
প্রসঙ্গত, ২ জুন এর তিনদিন পরেই রমজান শেষ হবে। আর এর পরেই ঈদ, যা মুসলিমদের জন্য একটি বড় উৎসব। এই উপলক্ষ্যে অনেকেই ফিলিস্তিনের বিভিন্ন অংশ এবং আরব বিশ্ব থেকে আল-আকসা মসজিদে যাবেন।