Bootstrap Image Preview
ঢাকা, ০৭ সোমবার, জুলাই ২০২৫ | ২৩ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

হবিগঞ্জে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৭ মে ২০১৯, ০৩:৫৭ PM
আপডেট: ২৭ মে ২০১৯, ০৩:৫৭ PM

bdmorning Image Preview


হবিগঞ্জে দিলীপ রায় নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে।

সোমবার দুপুরে শহরের উমেদনগর এলাকার একটি দোকান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দিলীপ রায় উপজেলার উমেদনগর এলাকার বাসিন্দা।

পরিবারের দাবি, তাকে হত্যা করে কেউ মৃতদেহ ঝুলিয়ে রেখেছে।

সদর মডেল থানার ওসি মো. সহিদুর রহমান জানান, উমেদনগর এলাকার দিলীপ রায় মেশিনারিজের ব্যবসা করতেন।

রবিবার রাত ৯টার দিকে তিনি ছেলে দীপঙ্করকে ফোন করে বলেন, চুনারুঘাটে মুরারবন্দ মাজারে যাচ্ছেন। সকালে ছেলে দোকান খুলে বাবার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন।

নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড হতে পারে। তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

মৃত ব্যবসায়ী দিলীপ রায়ের ছেলে দীপঙ্কর জানান, রাতে বাবা তাকে ফোন করে বলেছেন- মুরারবন্দ মাজারে যাবেন। কিন্তু সকালে দোকানে এসে দেখতে পান বাবার ঝুলন্ত মৃতদেহ। তার দাবি বাবাকে কেউ হত্যা করে লাশ ঝুলিয়ে রেখেছে।

Bootstrap Image Preview