Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে অজ্ঞান পার্টির ৫ সদস্য গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০২:১৩ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০২:১৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে অজ্ঞান পার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা দক্ষিণ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-মো. রিপন (২৩), মোঃ আমির হোসেন (৩২), মো. জসিম মিয়া (২২), মো. শামীম (৩২) ও মো. মিজান (৩২)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে অজ্ঞান করার কাজে ব্যবহৃত ১৮ পিস এপিট্রা ট্যাবলেট ও চোরাইকৃত ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

২৫ মে’১৯ শনিবার বিকাল ৫.৩০ টায় শাহবাগ থানাধীন পীর ইয়ামেনী মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা দক্ষিণ বিভাগের কোতোয়ালী জোনাল টিম।

গোয়েন্দা দক্ষিণ বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাধারণ যাত্রীদেরকে টার্গেট করে তাদেরকে খাবারের সাথে এপিট্রা ট্যাবলেট মিশিয়ে অজ্ঞান করে সবকিছু হাতিয়ে নিত।

এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা রুজু হয়েছে।

Bootstrap Image Preview