Bootstrap Image Preview
ঢাকা, ০৬ রবিবার, জুলাই ২০২৫ | ২২ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দুর্বৃত্তের গুলিতে গাইবান্ধায় কাপড় ব্যবসায়ী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ মে ২০১৯, ০১:২৪ PM
আপডেট: ২৬ মে ২০১৯, ০১:২৭ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


গাইবান্ধার সাদুল্লাপুরে দোকানে প্রবেশ করে এক কাপড়ের ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে।

নিহত বুদা মিয়া (৫০) উপজেলার দড়ি জামালপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। ব্যবসার পাশাপাশি তিনি পুলিশের ‘সোর্স’ হিসেবে কাজ করতেন বলে সাদুল্লাপুর থানা পুলিশের ভাষ্য।

সাদুল্লাপুর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মাজেদ চেয়ারম্যানের মোড়ে বুদা মিয়াকে হত্যা করা হয়।

“বাড়ি থেকে রাতের খাবার খেয়ে এসে নিজের দোকানের শাটার খুলছিলেন বুদা মিয়া। ওই সময় তার বুকে গুলি করা হয়। গুলির শব্দ ও তার চিৎকারে আশপাশের দোকানদাররা এগিয়ে এলে খুনি পালিয়ে যায়।”

গুলিবিদ্ধ বুদা মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মিঠাপুকুরের জায়গীরহাট এলাকায় তার মৃত্যু হয় বলে পরিদর্শক মোস্তাফিজার রহমান জানান।

তিনি বলেন, “সম্ভবত শটগান দিয়ে তার বুকে একটি গুলি করেছিলেন খুনি বা খুনিরা। পুলিশ তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে।”

Bootstrap Image Preview