Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে হামলা হলে ইরানের উপর প্রতিশোধ নেবে সুদান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০৯:৩৮ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০৯:৩৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইরানের পক্ষ থেকে সৌদি আরবে হামলা হলে প্রতিশোধ নেয়ার প্রতিজ্ঞা নিয়েছে সুদানের সামরিক অভ্যন্তরীণ পরিষদ। 

শুক্রবার (২৪ মে) সুদানের নতুন অভ্যন্তরীণ সামরিক পরিষদের উপপ্রধান জেনারেল হামদান জেদ্দায় সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন।

দেশটির সেনাবাহিনীর উচ্চপদস্থ জেনারেল মোহাম্মদ হামদান দাগালো প্রতিজ্ঞা করে বলেছেন, ইরানের পক্ষ থেকে কোনো হুমকি বা হামলা হলে জবাব দেবে সুদান।

ক্রাউন প্রিন্সের সঙ্গে আলোচনার পরে পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ইরান ও হুতিদের পক্ষ থেকে সৌদি আরবের বিরুদ্ধে সব ধরনের হুমকি এবং আক্রমণ মোকাবেলায় রিয়াদের পাশে থাকবে সুদান।

এতে আরও বলা হয়, ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে আরব জোটের অংশ হিসেবে ইয়েমেনে সুদানের সেনা মোতায়েন করা হবে। এটি ছিল দাগালোর প্রথম আন্তর্জাতিক সফর। গত মাসে সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির প্রতিবাদকারীদের বিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হন।

Bootstrap Image Preview