Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, সেপ্টেম্বার ২০২৫ | ১০ আশ্বিন ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষতার কোন বিকল্প নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৫ মে ২০১৯, ০২:০৪ PM
আপডেট: ২৫ মে ২০১৯, ০২:০৪ PM

bdmorning Image Preview


ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলাপ্রশাসনের সহযোগিতায় বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা ও সচেতনতা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকাল দশটায় সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়ীয়ার জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খাঁন। এতে রিসোর্স পারসন মূলপ্রবন্ধ উপস্থাপন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোঃ শামসুল ইসলাম।

এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও অভিবাসন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সেমিনারে বক্তারা বলেন, যথাযথ দক্ষতা নিয়ে বিদেশে গেলে অধিক রেমিটেন্স পাওয়া যাবে। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষতার কোন বিকল্প নেই। বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাওয়ার অবশ্যই সবকিছু জেনে যেতে হবে। এক্ষেত্রে সচেতনতার অভাবেই অধিকাংশ হয়রানি, প্রতারণা ও বঞ্চনার ঘটনা ঘটে থাকে।

Bootstrap Image Preview