ঢাকাস্থ রামগতির সবাইকে একই প্লাটফর্মে রাখার জন্য আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখে যাচ্ছেন "রামগতি উপজেলা সমিতি'র" সদস্যবৃন্দ।
২০০২ সালে অত্র সমিতির যাত্রাকাল থেকেই ভিবিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেদের সম্পৃক্ত রাখছেন। মানবতার কল্যাণে সর্বদা নিজেদের নিয়োজিত রাখার মধ্য দিয়ে রামগতিবাসীর সুখে-দুখে পাশে দাঁড়ানোর সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
একতাবদ্ধ জীবন পরিচালনায় সকল কঠিন কাজকে সহজেই সাফল্যের মানদণ্ড নিয়ে আসা সম্ভব হয়। আর সেই একতাবদ্ধতার জায়গাকে মজবুত করার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে "রামগতি উপজেলা সমিতি"। আর তার মধ্যে অন্যতম কার্যক্রম হল প্রতি বছর ঢাকাস্থ লোকদের নিয়ে পবিত্র রমজান মাসে ইফতারের আয়োজনের মাধ্যমে সবার সাথে কুশল বিনিময় করা।
তারই ধারাবাহিকতায় এবারের রমজানে রামগতির সবাইকে একই পরিবারে অন্তর্ভুক্ত করার মানসে "রামগতি উপজেলা সমিতি" ২৪/০৫/২০১৯ পল্লবী ২ নং ওয়ার্ড কমিউনিটি সেন্টার, মিরপুরে ইফতারের আয়োজন করেন।
ইফতারের পূর্বলগ্নে সমিতির সাথে জড়িত নেতৃবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। "রামগতি উপজেলা সমিতি'র" সম্মানিত সভাপতি মেশকাত উদ্দিন আহমেদ বলেন, আমরা রামগতিবাসী চিরজীবন একতাবদ্ধতার জায়গা থেকে রামগতির উন্নয়নে কাজ করে যেতে হবে। আর সেই কাজের ধারাবাহিকতাকে রক্ষা করার জন্য একই প্লাটফর্মে আসার আহ্বান জানিয়ে তিনি সবাইকে অত্র সমিতির সদস্য হওয়ার আহ্বান জানান। অত্র ইফতার মাহফিল কার্যক্রম পরিচালনায় ছিলেন দিদার চৌধুরী।
এছাড়াও আরো অনেক বিশেষ ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজান আহমেদ, ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মাহবুব,হিমাচলের এম ডি, আফতাব উদ্দিন মাসুদ, যোবায়ের হোসেন তালুকদার, খায়রুল হাসান রিপন, জসিম উদ্দিন, জনাব আবু আব্দুল্লাহ, মীর তানভীর, ফয়েজ আহমদসহ প্রমুখ ব্যক্তিবর্গ।
অবশেষে মুনাজাতে রামগতিবাসীর সর্বাঙ্গিন কল্যাণ কামনার মধ্য দিয়ে ইফতার কার্যক্রম সমাপ্ত হয়। কমিটির সদস্যরাই প্রতিবছর তাঁদের নিজস্ব অর্থায়নে অত্র ইফতার কার্যক্রম পরিচালনা করে আসছেন।
অত্র সমিতির ছাত্র বিষয়ক সম্পাদক শাকিল মাহবুব তাঁর প্রতিক্রিয়ায় বলেন, লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার হাজারো মানুষ কাজের সন্ধানে ঢাকায় বাস করলেও ব্যাস্ততার ভীড়ে পাশের বাড়ির আপনজনদের আর খবর নেয়া হয়ে উঠে না কারই। নদী বিধৌত অবহেলিত এক জনপদের হাজারো মানুষ আজ কর্মগুণে এই শহরে স্বীয় পদে অধিষ্ঠিত।
সামাজিক বন্ধন কিংবা সম্প্রীতির এ এক জ্বলন্ত উদাহরণ। রামগতি উপজেলা সমিতি ঢাকার প্রতিবছরের এই মিলনমেলার মধ্য দিয়ে গড়ে উঠে সামাজিক মেলবন্ধনের।
আজকের ইফতার ও দোয়া মাহফিলে আগত রামগতিবাসীর অংশগ্রহণের মধ্য দিয়ে এটাই প্রমাণিত হলো হিংসা ভেদাভেদ ভুলে সবাইকে এক হয়ে এগিয়ে যেতে হবে আগামীর পথে এক সুন্দর বাংলাদেশের প্রত্যাশায়।