Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

প্রেমিকার গোপন ভিডিও ফেসবুকে দিলেন প্রেমিক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০৬:২৯ PM
আপডেট: ২২ মে ২০১৯, ০৬:২৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ঢাকার ধামরাই উপজেলায় প্রেমিকার অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন আনোয়ারুল ইসলাম রিপন (৩০) নামের এক প্রেমিক। 

বুধবার (২২ মে) দুপুরে রাজধানীর মিরপুরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। রিপন যশোর সদর থানার মৃত শওকত আলীর ছেলে। তিনি মিরপুর-১-এ একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, দুই বছর আগে ধামরাইয়ের কুশরা এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে রিপনের। দীর্ঘদিন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

প্রেমের সম্পর্কের সূত্র ধরে প্রেমিকার সঙ্গে কিছু অন্তরঙ্গ ছবি ও ভিডিও করেন রিপন। পরে তাদের প্রেমের সম্পর্কে ফাটল ধরে। একপর্যায়ে প্রেমের সম্পর্ক ব্রেকআপ করে প্রেমিকা। পরে ওই সব গোপন ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার ভয়ভীতি দেখান রিপন। সেই সঙ্গে ওই ছবি ও ভিডিও দিয়ে বিভিন্ন ভাবে প্রেমিকাকে ব্ল্যাকমেইল করেন।

একপর্যায়ে রিপন তাকে শারীরিক সম্পর্কের জন্য প্রস্তাব দেন। প্রেমের সম্পর্ক ব্রেকআপ ও শারীরিক সম্পর্কের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রেমিকার ওপর ক্ষিপ্ত হন রিপন। পরে অন্তরঙ্গ ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার রিপনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। আজ বুধবার অভিযান চালিয়ে রিপনকে গ্রেফতার করে পুলিশ। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান ওসি দীপক চন্দ্র সাহা।

Bootstrap Image Preview