Bootstrap Image Preview
ঢাকা, ০৫ শনিবার, জুলাই ২০২৫ | ২১ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বর্ষা আত্মহত্যার ঘটনায় মোহনপুরের ওসি আবুল বরখাস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২২ মে ২০১৯, ০৩:২০ PM
আপডেট: ২২ মে ২০১৯, ০৩:২০ PM

bdmorning Image Preview


স্কুলছাত্রী সুমাইয়া আকতার বর্ষা আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে রাজশাহীর মোহনপুর থানার ওসি আবুল হোসেন পুলিশলাইনসে ক্লোজ হওয়ার একদিন পর সাময়িক বরখাস্ত হয়েছেন।

তাকে সাময়িক বরখাস্ত করার বিষয়টি জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম নিশ্চিত করেছেন।

তিনি বলেন, স্কুলছাত্রী বর্ষা আত্মহত্যার ঘটনায় ওসির অবহেলা আছে কিনা- বিষয়টি তদন্ত করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার কমিটির তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রাতে পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহ ওসি আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করেন। একই সঙ্গে তাকে বরিশাল রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত গত ২৩ এপ্রিল প্রাইভেট পড়তে গিয়ে অপহরণের শিকার হন নবম শ্রেণির ছাত্রী বর্ষা। ওই দিন বাড়ি থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে খানপুর বাগবাজার এলাকায় অচেতন অবস্থায় বর্ষাকে পাওয়া যায়। এ ঘটনায় রাতেই প্রতিবেশী বখাটে মুকুলকে পুলিশ আটক করলেও সকালে ছেড়ে দেয়।

এর পর টানা চার দিন মামলা করতে থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি। উল্টো বর্ষার বাবা আবদুল মান্নানকে আটকে রেখে হয়রানি ও পিটিয়ে দাঁত ভেঙে দেয়ার হুমকি দেন ওসি আবুল হোসেন।

এ ঘটনায় গত ১৬ মে নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বর্ষা।

Bootstrap Image Preview