Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

তাজিকিস্তানে কারাগারে দাঙ্গায় নিহত ৩২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২০ মে ২০১৯, ০২:১৯ PM
আপডেট: ২০ মে ২০১৯, ০২:১৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মধ্যপ্রাচ্যের দেশ তাজিকিস্তানে এক কারাগারে দাঙ্গায় কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৯ জনই করাবন্দী, বাকি তিনজন কারারক্ষী। 

সোমবার (২০ মে) দেশটির জাতীয় বিচার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। উচ্চ নিরাপত্তাবেষ্টিত তাজিকিস্তানের ওই কারাগারে দাঙ্গা পরিস্থিতির জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করা হয়েছে।

তাজিকিস্তানের উচ্চ নিরাপত্তাবেষ্টিত ওই কারাগারে দাঙ্গা পরিস্থিতির জন্য জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

বিচার মন্ত্রণালয় বলছে, রাজধানী দুসানবে থেকে ১০ কিলোমিটার পূর্বের ভাখদাত শহরে রোববার রাতে দাঙ্গা পরিস্থিতি শুরু হয়। সে সময় অস্ত্রসহ হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই তিন নিরাপত্তারক্ষী এবং পাঁচ বন্দী নিহত হয়।

দাঙ্গার পেছনে দায়ীদের মধ্যে রয়েছেন বেখরুজ গুলমুরোদ নামের এক ব্যক্তি। তিনি গুলমুরোদ খালিমোভের ছেলে। তিনি ২০১৫ সালে ইসলামিক স্টেটে যোগ দেন এবং এরপর সিরিয়ায় নিহত হন।

ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২৪ জঙ্গি নিহত হয়েছে। ওই কারাগারটিতে সে সময় ১৫শ বন্দী ছিল। ইতোমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছে।

ইরাক এবং সিরিয়ায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট একে একে তাদের প্রায় সব গোপন ঘাঁটি হারিয়েছে। এর আগে গত নভেম্বরে তাজিকিস্তানের আরও একটি কারাগারে হামলার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট।

Bootstrap Image Preview