Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সুদানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৯:৫১ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৯:৫১ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


দক্ষিণ আফ্রিকার দরিদ্র দেশ সুদানের কেন্দ্রীয় ব্যাংকে ২৫০ মিলিয়ন ডলার জমা দিয়েছে সৌদি আরবের সরকার। 

রবিবার (১৯ মে) দেশটির অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়।

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে প্রতিশ্রুত ৩ বিলিয়ন মূল্যের সাহায্য পাঠিয়েছে। গত মাসে ব্যাপক বিক্ষোভের পর প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে বহিষ্কার করা হয়।

ওই বিবৃতিতে বলা হয়, এই পদক্ষেপ সুদানের ‘আর্থিক অবস্থানকে শক্তিশালী’ করবে এবং দেশটির পাউন্ডের ওপর চাপ কমানো ও বিনিময় হারে আরও স্থিতিশীলতা অর্জন করবে।

প্রসঙ্গত, গত মাসে প্রেসিডেন্ট ওমর আল বশিরের ৩০ বছরের শাসনের অবসান হয়। ১৯৮৯ সাল থেকে সুদানের ক্ষমতায় ছিরেন ওমর আল বশির।

Bootstrap Image Preview