Bootstrap Image Preview
ঢাকা, ০৪ মঙ্গলবার, নভেম্বার ২০২৫ | ২০ কার্তিক ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সেই নূর হোসেনের বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে যায়নি কেউ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯ মে ২০১৯, ০৫:১৩ PM
আপডেট: ১৯ মে ২০১৯, ০৫:১৩ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি ফাঁসির দণ্ডপ্রাপ্ত নূর হোসেন আরও আটটি মামলায় আদালতে হাজিরা দিয়েছেন।

রবিবার সকালে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ শেখ রাজিয়া সুলতানার আদালতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে কাশিমপুর কারাগার থেকে হাজির করা হয়।

সাক্ষ্যগ্রহণের নির্ধারিত তারিখ থাকলেও কোনো মামলায় সাক্ষীরা এদিন আদালতে আসেনি। আদালত আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ বলেন, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ আটটি মামলার হাজিরা দিতে নূর হোসেনকে আদালতে আনা হয়েছিল। কিন্তু কোনো সাক্ষী এদিন আদালতে আসেননি। আগামী ১৯ আগস্ট পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।

Bootstrap Image Preview