Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বান্দরবানে বুদ্ধপূর্ণিমা পালিত

সোহেল কান্তি নাথ, বান্দরবান প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৮:০০ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৮:০০ PM

bdmorning Image Preview


বান্দরবানে নানা আয়োজনে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বুদ্ধপূর্ণিমা পালিত হয়েছে।

শনিবার (১৮ মে) সকালে বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে বিশ্ব শান্তি কামনায় শহরে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উজানিপাড়া রাজগুরু মহা বৌদ্ধ বিহার প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় বিভিন্ন বয়সের নারী-পুরুষ বিভিন্ন ধরনের পাত্রে চন্দন জল, ফুল, জাম পাতা এবং বৃক্ষ সজ্জিত টাকা নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এসময় ধর্মীয় দেশনা দেন উজানী পাড়া বিহারের বিহারাধ্যক্ষ ড. সুওয়াইন্না মহাথের। অনেকে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বোমাং সার্কেল চীফ রাজা বোমাংগ্রী উ চ প্রু চৌধুরী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মংক্যচিং চৌধুরীসহ বৌদ্ধ ধর্মালম্বী দায়ক দায়িকারা।

পরে নিজেদের পুণ্য লাভের জন্য ভগবান বুদ্ধের উদ্দেশ্য প্রার্থনা করেন। প্রার্থনা শেষে বিহারের বোধি বৃক্ষে (অশ্বথ বৃক্ষ), চন্দন জল (পবিত্র জল) ঢালেন। 

এদিকে যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঠেকাতে বান্দরবানের বৌদ্ধবিহারগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। 


 

Bootstrap Image Preview