Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৯ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

আত্রাইয়ে ট্রাকসহ ডাকাত চক্রের ২ সদস্য গ্রেফতার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৫:৩৫ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৫:৩৫ PM

bdmorning Image Preview


নওগাঁর আত্রাইয়ে ট্রাকসহ ডাকাত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ।

শুক্রবার (১৭ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের সন্নাসবাড়ি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলীম খোকা (৩৯) ও বগুড়া জেলার কাহালু থানার জিন্নাপাড়া গ্রামের মোজাহার আলীর ছেলে মোফাজ্জল হোসেন (৩৮)।

এব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শুক্রবার রাত প্রায় ১টার দিকে উপজেলার চাঁন্দের বিল এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ডাকাত চক্রের দুই সদস্যকে আটক করা হয়।

এসময় ট্রাকে থাকা আরো ৫-৬ জন ডাকাত ট্রাক থেকে লাফিয়ে পালিয়ে যায়।

তিনি আরো বলেন, তাদের কাছে থাকা ট্রাক থেকে ১টি ডেগার, ১টি ছুরি, ২টি হাঁসুয়া, ১টি লোহার রড, ১টি লাটি জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি ডাকাতি মামলা রেকর্ড করা হয়েছে এবং বাকি ডাকাতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।  
 

Bootstrap Image Preview