Bootstrap Image Preview
ঢাকা, ১৩ মঙ্গলবার, মে ২০২৫ | ৩০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহার করতে হবে: ইরান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১২:৩০ PM
আপডেট: ১৮ মে ২০১৯, ১২:৩০ PM

bdmorning Image Preview


ইদলিবে শান্তি প্রতিষ্ঠায় সিরিয়া থেকে মার্কিন সৈন্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে ইরান।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার সিরিয়ার ‘ইদলিব’ পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি এ আহ্বান জানান।

ইদলিবে ‘নিরাপদ অঞ্চল’ প্রতিষ্ঠায় রাশিয়া ও তুরস্ককে ইরান সহযোগিতা করছে জানিয়ে রাভাঞ্চি বলেন, ইদলিব প্রদেশে ‘নিরাপদ অঞ্চল’ কার্যকর রাখার জন্য রাশিয়া ও তুরস্ককে সহযোগিতা করে যাচ্ছে ইরান।

ইদলিবের বেসামরিক নাগরিকদের রক্ষা করতে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করা হয়েছিল; জঙ্গি গোষ্ঠীগুলোর জন্য অভয়ারণ্য হিসেবে নয়।

ইরান ও রাশিয়ার সহযোগিতায় সিরিয়ার আসাদ বাহিনী গত কয়েক বছর অভিযান চালিয়ে বিদ্রোহীদের কোনঠাসা করে রেখেছে। শেষ ঘাঁটি হিসেবে ইদলিব প্রদেশে এখন বেশ শক্ত অবস্থানে রয়েছে আসাদ বিরোধীরা।

আসাদ বাহিনী ইদলিব থেকে বিরোধীদের সরাতে জোরালো অবস্থান নিলে যুক্তরাষ্ট্র এ অভিযান বন্ধ করার জন্য জোর তৎপরতা শুরু করেছে বলে অভিযোগ ইরানের। এ পরিস্থিতিতে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান জানাল ইরান।

Bootstrap Image Preview