Bootstrap Image Preview
ঢাকা, ১৪ বুধবার, মে ২০২৫ | ৩১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ক্যাটরিনার শাড়ির ভাঁজ ঠিক করতে ব্যস্ত সালমান, ভিডিও ভাইরাল!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ১১:১৪ AM
আপডেট: ১৮ মে ২০১৯, ১১:১৪ AM

bdmorning Image Preview


গান প্রকাশ অনুষ্ঠানে ক্যাটরিনার শাড়ির ভাঁজ ওলট-পালট হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের ফাঁকেই সবার সামনে তা ঠিক করতে ব্যস্ত হয়ে পড়েন ভাইজান খ্যাত সালমান খান। নিমেষে ক্যামেরাবন্দি হয় সেই দৃশ্য। সেটা মুর্হুত্যের মধ্যে ভাইরাল হয়ে যায় ওই ভিডিও।

শুক্রবার (১৭ মে) মুক্তি পেয়েছে ‘ভারত’ ছবির ‘জিন্দা’ গানটি। যা ইতিমধ্যেই সিনেমাপ্রেমীদের মন কেড়েছে।

এক সময় সালমান-ক্যাটরিনার প্রেমের কথা বেশ চর্চিত ছিল। তবে তাদের সম্পর্ক ভাঙার খবরও একসময় পেজ থ্রির শিরোনামে উঠে আসে। মাঝে অবশ্য রণবীর কাপুরের সঙ্গে ক্যাটরিনার প্রেমের কথা প্রায় সবারই জানা। ক্যাটরিনার সঙ্গে প্রেম করার জন্য রণবীরের সঙ্গেও সম্পর্ক তিক্ত হয় সালমানের।

যদিও রণবীরের সঙ্গেও ক্যাটের বিচ্ছেদ হয়। এরপর আজকাল প্রায় সবসময়ই সালমান ও তার পরিবারের কাছকাছিই দেখা যায় এ অভিনেত্রীকে। যদিও সালমান-ক্যাটরিনা নতুন করে কাছাকাছি এসেছেন কি না তা প্রকাশ্যে কেউই কখনও বলেননি।

ভিডিও

Bootstrap Image Preview