Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

গৌরীপুরে যুবককে কুপিয়ে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৮ মে ২০১৯, ০৯:২৫ AM
আপডেট: ১৮ মে ২০১৯, ০৯:২৫ AM

bdmorning Image Preview


ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় নুরুজ্জামান জনি (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাতে উপজেলার মাওহা ইউনিয়নের নওহাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জনি একই এলাকার বাসিন্দা।

গৌরীপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, একটি মারামারির ঘটনায় ২০১৮ সালের ১৮ মার্চ মাসে জনিকে আসামি করে মামলা করেন নুরু মিয়া। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল।

এরই জের ধরে রাতে তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। এর এক পর্যায়ে জনিকে কুপিয়ে জখম করা হয়।

পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জনির মৃত্যু হয়।

নুরু মিয়ার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview