তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের বাজারে ভিনরাজ্য থেকে টাকা আসার অভিযোগ নিয়ে বারবার সরব। সম্প্রতি আসানসোল থেকে এক কোটি টাকা সহ গ্রেফতার হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রাক্তন আপ্ত সহায়ক। সেই ঘটনার রেশ না মেলাতেই, কলকাতা ভোটের ঠিক আগেই চব্বিশ লক্ষ টাকা-সহ বিজেপি নেতা মিন্টু হালদারকে গ্রেফতার করে পুলিশ ।
বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার বকুলতলা থানার বহুড়ুঘাটে বিপুল টাকা সহ আটক করা হল এক বিজেপি নেতাকে। এদিন রাত দশটা নাগাদ একটি এসইউভি থেকে আটক করা হয় জেলা বিজেপি নেতা মিন্টু হালদারকে।
তাদের কাছে থেকে উদ্ধার করা হয় ২৪ লক্ষ টাকা। মিন্টু ছাড়াও গ্রেফতার করা হয় গাড়ির চালক কৌশিক মন্ডল, সরস্বতী হালদার ও নমিতা সরদারকে।
পুলিশ সূত্রে খবর, মিন্টু বারুইপুরের সাধারণ সম্পাদক। বাড়ি বকুলতলার পদুয়ায়। ধৃতরা জানিয়েছে ওই টাকা তারা বারুইপুর বিজেপির পার্টি অফিস থেকে নিয়ে যাচ্ছিল। বিজেপির একটি উত্তরীয়র মধ্যে ওই টাকা ছিল বলে খবর পাওয়া গিয়েছে। এবং অধিকাংশই ২ হাজার টাকার নোট ছিল বলে জানা গিয়েছে।
শুক্রবার তাদের বারুইপুর আদালতে তোলা কথা ছিল। বারুইপুর, বকুলতলা ও জয়নাগর থানার যৌথ অভিযানে ওই টাকা উদ্ধার করা হয়।