Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শুক্রবার, জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীর পল্টনে অস্ত্র-গুলিসহ ৮ ভুয়া ডিবি গ্রেফতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৭ মে ২০১৯, ০৪:২৮ PM
আপডেট: ১৭ মে ২০১৯, ০৪:২৮ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র গোয়েন্দা দক্ষিণ বিভাগ অস্ত্র-গুলি ও মাইক্রোবাসসহ ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৮ সদস্যকে রাজধানীর পল্টন এলাকা থেকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলো- মো. মিন্টু গাজী (৪০), মো. সবুজ (৪৫), মো.আ. জলিল হাওলাদার (৫২), মো. আতিকুর রহমান (৩২), মো. বিল্লাল খাঁ (২৬), মো. রিপন হাওলাদার (৪২), মো. সুলতান খান (৫৫) ও মো. আল আমিন (৪৫)।

ডিবি দক্ষিণের গাড়ী চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারি পুলিশ কমিশনার রফিকুল আলমের নেতৃত্বে একটি টিম ১৬ মে ২০১৯ ‍দুপুর ১.২০ টায় রাজধানীর পল্টন থানাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ‍সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করে।

এসময় তাদের হেফাজত হতে ১টি পিস্তল, ২ রাউন্ড ‍গুলি, ২টি ডিবি লেখা জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ১টি ওয়ারলেস সেট (ওয়াকি টকি) ও ১টি মাইক্রোবাস  উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা  উদ্ধারকৃত মাইক্রোবাস ব্যবহার করে বিভিন্ন সময় ঢাকা কেন্দ্রিক বিভিন্ন ব্যাংক হতে মোটা অংকের টাকা উত্তোলন কারী ব্যক্তিদেরকে ডিবি পরিচয়ে আটক করে উত্তোলনকৃত টাকা হাতিয়ে নিত।

এই সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় পৃথক দুইটি মামলা রুজু  হয়েছে।

 

Bootstrap Image Preview